মন্টিনেগ্রো

সকল এশিয়ো নাগরিক দের জন্য

প্রসেসিং সময় ১০-২০দিন

ভিসা ইস্যু সময় ২৫-৪০ দিন।

মোট সময় ৪ মাস

মোট খরচঃ ৯ লক্ষ

অগ্রীম ১ লক্ষ

পারমিট এর পরে ১ লক্ষ ৫০ হাজার

বাকিটা ভিসা ইস্যু হওয়ার পরে।


কাজ এবং বেতনঃ

  • স্পোর্টস সহযোগী/স্টেডিয়াম কর্মী । - বেতন ৭১০ ইউরো।

  • জ্যানিটর - বেতন ৭১০ ইউরো ।

  • ক্লিনার। - ৬৫০ ইউরো ।

প্রয়োজনীয় ডকুমেন্টসঃ

  • পাসপোর্ট এর স্ক্যান কপি (সম্পূর্ন পাসপোর্ট) ১.৫ বছর মেয়াদী

  • EUROPASS RESUME

  • বেসিক ইংরেজী দক্ষতা।


কাজ শেষে যা যা পাবেনঃ

  • ইনভাইটেশন লেটার।

  • কাজের চুক্তিপত্র।

  • কম্পানি রেজিস্ট্রেশন সার্টিফিকেট।


ভিসা এপ্লাই এর পূর্বে করনীয়ঃ

*ভিসা এপ্লাই এর প্রয়োজনীয় কাগজপত্র ক্লাইন্ট নিজ দায়িত্বে সরবারহ করিবে এবং কোথাও ত্রূটি থাকিলে তা ভিসা ডিসিশনের সময়কে দীর্ঘায়িত করতে পারে।

গুরুত্বপূর্ণ- ওয়ার্ক পারমিট এর জন্য এপ্লাই করার পরেই ক্লাইন্ট প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস প্রস্তুত করা শুরু করিবে।

aerial view of city near body of water during daytime
aerial view of city near body of water during daytime

প্রয়োজনীয় কাগজপত্র

ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ

  • পাসপোর্ট সাইজ ছবি

  • ইনভাইটেশন লেটার।

  • কাজের চুক্তিপত্র।

  • কম্পানি রেজিস্ট্রেশন সার্টিফিকেট।

  • ভিসা এপ্লিকেশন ফরম

  • কাজের অভিজ্ঞতাসনদ।

  • ব্যাংক স্টেটমেন্ট সিল সহ (বাধ্যতামূলক নয়)।

  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।

  • মেডিক্যাল ইনস্যুরেন্স (১৮০ দিন)।

  • ডিপ্লোমা বা হাই স্কুল বা সমমানের সার্টিফিকেট (ইংরেজি অনুবাদ এবং নোটারী সহ)।

  • কনফার্মড এয়ার টিকেট।

  • ভিসা ফি।

অতিরিক্ত তথ্যঃ

  • ক্যাটাগরি D ভিসা ৩৬৫ দিনের জন্য হয়ে থাকে, আনুমানিক ভিসা ফি ১০০ ইউরো।

  • মন্টিনেগ্রো পৌছে নিজ নিজ এমপ্লোয়ার TRC এর ব্যাপারে সহযোগীতা করে।

  • ভারত,বাংলাদেশ ও নেপাল এর নাগরিকরা দিল্লি এমব্যাসি তে পাসপোর্ট জমা করতে হবে।

  • পাকিস্তান এর নাগরিকেরা মন্টিনেগ্রো ভিসার জন্য সার্বিয়া এমব্যাসি তেহরান, ইরানে জমা করতে হবে।